Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

ধ্বংসের মুখে ধরনী | কলমে ~ দেবাশীষ বৈদ্য | নীরব আলো

 
স্রষ্টা যখন সুন্দর ভাবে
সৃষ্টির করলো সূচনা
তখন থেকেই হলো শুরু
ধ্বংস কালের রচনা।

বনানী আজ ক্লান্ত ভীষণ
অতি অবসন্ন, দুর্বল
মানুষের নিষ্ঠুর অত্যাচারে 
প্রকৃতির চোখে জল।

প্রকৃতির ওই চোখের জল
রক্ত বন্যা হয়ে,
প্লাবিত হবে জীব কূল
গভীর জলে সত্ত্বরে।

বিশ্ব উষ্ণায়নের বিপদ বাড়লো
হিমবাহের গলন,
পারমাণবিক বোমার আঘাতে
তেজস্ক্রিয় জ্বলন।

গাছেরা দিয়ে ফল ফুল
ফেরত কি কিছু চায়,
অমূল্য দান অক্সিজেন দিয়ে
জীবের প্রান বাঁচায়।

তবুও ওদের বিনষ্ট করি
ভুলে সব উপহার,
প্রকৃতি মোদের ভালো করে
করি মোরা অপকার।

সুনামী আর ঘূর্ণিঝড়ে
খুবই ক্ষতি হয়,
মহামারী আর বন্যা খরায়
মানুষ পাচ্ছে ভয়।

মানুষ অমানবিক কার্যকলাপ
করেছে বিশ্ব জুড়ে,
নদীতে বর্জ্য ভরেছি মোরা
মৃত্যু নেই তো দূরে।

সবুজ বনানীর আবাহন মাঝে
হচ্ছিল প্রানের মেলা,
মানবের দানবীয় কর্মকান্ডে 
স্তব্ধ জীবন খেলা।

        দেবাশীষ বৈদ্য  
© Copyright Protected

Post a Comment

0 Comments

Close Menu