Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

আবার এসো ফিরে | কলমে ~ ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় | নীরব আলো


ধূসর করেছে জয় সবুজকে হারিয়ে, 
নগরের জয় ডঙ্কা গ্রামান্তর ছাড়িয়ে। 

বিস্তৃর্ণ ভূমি তে গাছে ঘাসে কি বাহার!
আজ শুধু স্তুপাকার কংক্রিটের পাহাড়।

নগর উঠে সেজে, নকল সাজে, আহারে! 
সুখ আসে হয়তো বা, মন কি বা ভরে?

যন্ত্র যন্ত্রণা, সাথে প্লাস্টিক ছড়িয়ে, 
বিষময় পরিবেশ দূষণে ভরিয়ে। 

ক্ষমতার বিস্তারে প্রবল আস্ফালন, 
মজুত তার জেরে নিউক্লিয়ার বোম!

এমনই চলমান এ শতাব্দী  সভ্যতা,
হারিয়ে অরণ্য, সবুজের কথকতা।

কারখানা নির্গত ধোঁয়া, কিংবা ছাই
বন্ধ নিঃশ্বাস, বাঁচার আর পথ নাই। 

"একটি গাছ একটি প্রাণ "শুধুই শ্লোগান 
নির্বিচার বৃক্ষ ছেদন ভুলে তার গুনগান। 

সভ্যতার বিস্তারে সবুজের পরাজয়,
তার সাথে এসেছে সৃষ্টির মহা প্রলয়।

ধূসর কংক্রিট তাই দাও ভেঙে গুড়িয়ে, 
পার যদি আনো আবার অরণ্য ফিরিয়ে।।

       ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়  
© Copyright Protected
 

Post a Comment

0 Comments

Close Menu