Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

বিপন্ন প্রকৃতি | কলমে ~ শিউলী ব্যানার্জী (মুখার্জী) | নীরব আলো

 

আজ প্রকৃতি বিপন্ন দেখো 
  মানুষের অত্যাচারে,
মরবে মানুষ প্রকৃতি দূষণ
 করছে যে হারে।

হারিয়ে যাচ্ছে সবুজ পাতায় 
  আলো বাতাসের খেলা,
গাছের ডালে শাখায় শাখায় 
  পাখিদের চেনা মেলা।

কেটে ফেলে  বন  জঙ্গল
    হচ্ছে যে ঘর বাড়ি ,
রোডের উপর ধুঁয়ো উড়িয়ে
      ছুটছে কত গাড়ি।

গাছ কেটে গড়ছে শহর 
  করছে বিলাসিতা,
একদিন ঐ গাছই দেখো 
  জ্বালাবে মানুষের চিতা।

ইচ্ছে মতন প্রকৃতিকে 
  করছে দেখো শেষ,
সবুজ এই প্রকৃতির উপর 
মানুষের কেন এত বিদ্বেষ?

দূষণ ভরা সবুজ প্রকৃতি 
   করছে যে হাঁসফাঁস, 
পরিবেশ আজ চাইছে দেখো 
  প্রাণ খুলে নিতে শ্বাস॥

  ~ শিউলী ব্যানার্জী (মুখার্জী)
© Copyright Protected

Post a Comment

0 Comments

Close Menu