রোদের কিরণে দাঁড়িয়ে আছে ঠায়,
আমি মুগ্ধ হয়ে যাই তাদের স্নিগ্ধতায়।
সবুজে মোড়া লাগে আমার এ বিশ্ব,
গাছ ছাড়া প্রতিটা প্রাণ হবে নিঃস্ব।
তার ছত্রছায়া আশ্রয় দেয় আমাদের,
তবুও মানুষের নানা অত্যাচার সহ্য করতে হয় তাদের।
মহামারির কবলে পড়ে অক্সিজেনের চাহিদা বেড়েছে সর্বত্র,
গাছ লাগানো তাই আমাদের একটি অন্যতম কর্তব্য।
"গাছ লাগাও প্রাণ বাঁচাও" এটি একটি মূল নীতি,
তাই "অরণ্য সপ্তাহ" পালন করা আমাদের একটি রীতি।
আমি মুগ্ধ হয়ে যাই তাদের স্নিগ্ধতায়।
সবুজে মোড়া লাগে আমার এ বিশ্ব,
গাছ ছাড়া প্রতিটা প্রাণ হবে নিঃস্ব।
তার ছত্রছায়া আশ্রয় দেয় আমাদের,
তবুও মানুষের নানা অত্যাচার সহ্য করতে হয় তাদের।
মহামারির কবলে পড়ে অক্সিজেনের চাহিদা বেড়েছে সর্বত্র,
গাছ লাগানো তাই আমাদের একটি অন্যতম কর্তব্য।
"গাছ লাগাও প্রাণ বাঁচাও" এটি একটি মূল নীতি,
তাই "অরণ্য সপ্তাহ" পালন করা আমাদের একটি রীতি।
0 Comments