বৃষ্টি আনে ধরার বুকে
কাঠের জোগান দেয়,
বায়ুমণ্ডলে অক্সিজেন দিয়ে
কার্বন- ডাই- অক্সাইড নিয়ে নেয়।
জ্বালানি দেয় সারা বছর
পশু-পাখিকে দেয় আশ্রয়,
অরণ্য না থাকলে এই পৃথিবী
হবে এক বিস্ময়।
অবাধে চলছে বৃক্ষছেদন
রয়েছে সবাই বেঁহুশ,
অর্থের লোভে ব্যস্ত হয়ে
ফিরছে না কারো হুঁশ।
ভাঙবে ঘুম যখন সবার
থাকবে না কিছু করার,
এই পৃথিবী ধ্বংস হবে
সৃষ্টি হবে নতুন আবার।
অরণ্য যে আজ বড় নিরুপায়
উপকারের প্রতিদানে,
পুরস্কার স্বরূপ ধ্বংস পাওনা
আছে কোন অভিধানে?
কাঠের জোগান দেয়,
বায়ুমণ্ডলে অক্সিজেন দিয়ে
কার্বন- ডাই- অক্সাইড নিয়ে নেয়।
জ্বালানি দেয় সারা বছর
পশু-পাখিকে দেয় আশ্রয়,
অরণ্য না থাকলে এই পৃথিবী
হবে এক বিস্ময়।
অবাধে চলছে বৃক্ষছেদন
রয়েছে সবাই বেঁহুশ,
অর্থের লোভে ব্যস্ত হয়ে
ফিরছে না কারো হুঁশ।
ভাঙবে ঘুম যখন সবার
থাকবে না কিছু করার,
এই পৃথিবী ধ্বংস হবে
সৃষ্টি হবে নতুন আবার।
অরণ্য যে আজ বড় নিরুপায়
উপকারের প্রতিদানে,
পুরস্কার স্বরূপ ধ্বংস পাওনা
আছে কোন অভিধানে?
~ প্রতীক হালদার
© Copyright Protected
0 Comments