Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

অরণ্যের ক্রন্দন | কলমে ~ কামাল হাসান | নীরব আলো

 

কোথায় গেল সেই সবুজ মোড়া অরণ্য!
কোথায় গেল সেই শস্য শ্যামল প্রকৃতি!
এ যেন এক অন্য বিশ্ব।
রামায়ণ-মহাভারতের দ্রৌপদীর প্রতি নিষ্ঠুরতা।
যেন মেলছে দেখা সবুজ ঘেরা অরণ্যতে।
নিয়েছে কেড়ে সবুজ চাদর।
তাই আজ অরণ্য পরিহিত
ছিন্ন বস্ত্র।
অরণ্যের বন্যরা আজ মাতৃহারা।
নিষ্ঠুর মানবের বর্বরতা গ্রাস করেছে।
চারিদিকে মানুষের শুধু অট্টালিকা আর প্রাসাদ
গাছ কাটছে গাছ পুড়ছে
একি তোমার সভ্যতা।
চারিদিকে শুষ্ক প্রাণহীন বাতাস।
এ জগৎকে তো আমরা চাইনি।
এ ভাবে তো জীবন বাঁচাতে পারে না।
বাঁচতে হবে বাঁচার মতো
সবুজ ঘেরা অরণ্যে।
চাই শুধু অরণ্যের লাবণ্য,
পাখির সেই কলরব। 
চাই অক্সিজেন সমৃদ্ধ বাতাস।
নইলে অরণ্য ছেড়ে কথা বলবে না।
সব কিছু খেয়ে নেবে যা আছে দুনিয়ায়।
প্রকৃতি যেমন দিতে জানে
আবার তেমন নিতেও জানে।

        কামাল হাসান  
© Copyright Protected

Post a Comment

0 Comments

Close Menu