হে মানব! ফিরিয়ে দাও আমার সৃষ্ট সবুজ, শ্যামল পৃথিবী,
লোভী তোমরা হারিয়ে ফেলেছো সুস্থ থাকার চাবি।
এতো সুন্দর বিশ্ব-প্রকৃতি কালিমালিপ্ত করলো কে?
মানুষের লোভ, মানুষের ক্ষুধা খেলো সবকিছু ,আবার কে?
শস্যশ্যামলা মা আমাদের পূরণ করে সকল চাওয়া
সেই চাওয়াতেই দখলদারি, সবকিছু কেড়ে বড়-লোক হওয়া।
বড়-লোকের বড়-মানুষী আনবে প্রগতি, আধুনিক দেশ,
ধ্বংস করলো সবুজ প্রকৃতি, মৃত্যু ডেকেই আনলো শেষ।
বৃক্ষরাজির সম্মেলনে আসতো বৃষ্টি, ফলতো ফল,
ধূধূ প্রান্তর মরুর দেশে শুষ্ক হাওয়ায় সব বিফল।
কোথায় সবুজ ! কোথায় ওরে, আয় ফিরে আয়, সবুজ কর,
মৃতপ্রায় মানব-সমাজে ধরণীটাকে সুস্থ কর।
সবুজ প্রান্তর ,সরস মাটি, শীতল বাতাস প্রভুর দান,
খোদার উপরে খোদ্দারী করে হানলো কেবল বিষের বাণ।
নদীর জলকে করলো বদ্ধ, কারখানাতে বিষের ঝাঁঝ,
ফুল, ফল আর প্রজাপতি সব লুপ্ত হলো পৃথ্বী-মাঝ।
একটি গাছকে কাটতে হলে যে পাঁচটি গাছের জীবন চাই,
সেই বিধি সব ভুলে গিয়ে শিয়রে বিপদ আনলো তাই।
এ বিপদ বড়ো বিষম বিপদ, রক্ষা করবে সাধ্য কার,
প্রকৃতি-দূষণ বন্ধ করতে যোগ দাও সবে, দায় সবার।
লোভের পাহাড়ে বসে বসে সব মুনাফা লাভের অঙ্ক কষে,
মহাকাল এসে দাঁড়ায়ে দুয়ারে, সবকিছু তোর যাবে ধ'সে।
শোনো রে মানুষ ভাই.....
পৃথিবীটা সুস্থ রাখতে হলে সবুজায়ণ চাই।
লোভী তোমরা হারিয়ে ফেলেছো সুস্থ থাকার চাবি।
এতো সুন্দর বিশ্ব-প্রকৃতি কালিমালিপ্ত করলো কে?
মানুষের লোভ, মানুষের ক্ষুধা খেলো সবকিছু ,আবার কে?
শস্যশ্যামলা মা আমাদের পূরণ করে সকল চাওয়া
সেই চাওয়াতেই দখলদারি, সবকিছু কেড়ে বড়-লোক হওয়া।
বড়-লোকের বড়-মানুষী আনবে প্রগতি, আধুনিক দেশ,
ধ্বংস করলো সবুজ প্রকৃতি, মৃত্যু ডেকেই আনলো শেষ।
বৃক্ষরাজির সম্মেলনে আসতো বৃষ্টি, ফলতো ফল,
ধূধূ প্রান্তর মরুর দেশে শুষ্ক হাওয়ায় সব বিফল।
কোথায় সবুজ ! কোথায় ওরে, আয় ফিরে আয়, সবুজ কর,
মৃতপ্রায় মানব-সমাজে ধরণীটাকে সুস্থ কর।
সবুজ প্রান্তর ,সরস মাটি, শীতল বাতাস প্রভুর দান,
খোদার উপরে খোদ্দারী করে হানলো কেবল বিষের বাণ।
নদীর জলকে করলো বদ্ধ, কারখানাতে বিষের ঝাঁঝ,
ফুল, ফল আর প্রজাপতি সব লুপ্ত হলো পৃথ্বী-মাঝ।
একটি গাছকে কাটতে হলে যে পাঁচটি গাছের জীবন চাই,
সেই বিধি সব ভুলে গিয়ে শিয়রে বিপদ আনলো তাই।
এ বিপদ বড়ো বিষম বিপদ, রক্ষা করবে সাধ্য কার,
প্রকৃতি-দূষণ বন্ধ করতে যোগ দাও সবে, দায় সবার।
লোভের পাহাড়ে বসে বসে সব মুনাফা লাভের অঙ্ক কষে,
মহাকাল এসে দাঁড়ায়ে দুয়ারে, সবকিছু তোর যাবে ধ'সে।
শোনো রে মানুষ ভাই.....
পৃথিবীটা সুস্থ রাখতে হলে সবুজায়ণ চাই।
~ নীতা কবি মুখার্জী
© Copyright Protected
0 Comments