চারিদিক আজ রুক্ষ অতি,
বৃক্ষ উধাও কত।
নির্বিচারে পড়ছে কাটা-
গাছ রয়েছে যত।
শহর গড়ার বহরে আজ-
সবুজ গেল মরে।
ধূসর, কালো ধোঁয়ায় এখন
বাতাস গেছে ভরে।
প্রখর তাপে তপ্ত ধরা,
গাছের ছায়া কই?
নিজের কৃতকর্ম দেখে-
নিজেই অবাক হই!
অক্সিজেনের আকাল ভারি,
নাকাল কত লোকে।
সংকটের এই চিত্রখানি-
পড়ছে ধরা চোখে।
একটি গাছের একটি প্রাণে-
বাঁচবে শতেক প্রাণ,
মনটাকে আজ সবুজ করুন,
সবুজ যদি চান।
বৃক্ষ উধাও কত।
নির্বিচারে পড়ছে কাটা-
গাছ রয়েছে যত।
শহর গড়ার বহরে আজ-
সবুজ গেল মরে।
ধূসর, কালো ধোঁয়ায় এখন
বাতাস গেছে ভরে।
প্রখর তাপে তপ্ত ধরা,
গাছের ছায়া কই?
নিজের কৃতকর্ম দেখে-
নিজেই অবাক হই!
অক্সিজেনের আকাল ভারি,
নাকাল কত লোকে।
সংকটের এই চিত্রখানি-
পড়ছে ধরা চোখে।
একটি গাছের একটি প্রাণে-
বাঁচবে শতেক প্রাণ,
মনটাকে আজ সবুজ করুন,
সবুজ যদি চান।
~ ঐন্দ্রিলা বন্দ্যোপাধ্যায়
© Copyright Protected
1 Comments
Excellent and relevant poetry
ReplyDelete