Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

পরিবেশ দিবস | কলমে ~ সোনালী খাতুন | নীরব আলো

 

১৯৭৩ সালে ৫ই জুন হয় বিশ্ব পরিবেশ দিবস  প্রথম পালন,
৭৫০ গ‍্যালন বৃষ্টির জল ৬০ পাউন্ড ক্ষতিকর গ‍্যাস বৃক্ষ করে শোষণ।
অক্সিজেনে ভরপুর বৃক্ষ তোমার আমার প্রাণ,
গাছ লাগিয়ে পরিবেশ বাঁচাও এটাই শ্লোগান।

প্রকৃতি আজ কাঁদছে দেখ মানবজাতির অত‍্যাচারে,
ঘনিয়ে আসছে সবার মরণ পরিবেশের ক্ষতি করছি যে হারে।
শুধু একটা দিনে মনে পরে আজ পরিবেশের দিন,
বাকি ৩৬৪ দিনই আমরা থাকি সবাই উদাসীন।

করছি উন্নয়ন গড়ছি নগর ফাঁকা করে বনভূমি,
উষ্ণ হচ্ছে পরিবেশ আর নষ্ট হচ্ছে সবুজায়ন জমি।
দেখা দেয় হঠাৎ করে অতিবৃষ্টি, উল্টো আবার খরা,
চাষাবাদের প্রয়োজনে বৃষ্টি বাদল দেয় না যেন ধরা।

বিশ্বময় আজ যাচ্ছে দেখ গ্রীণ হাউসে ভরে,
অরণ্য আর সাজে না সবুজ রঙের চাদরে।
যে পরিবেশে বসত করি তাকেই করছি শেষ,
চাই না বসুন্ধরার কষ্ট বুঝতে মনে এতোই বিদ্বেষ।

জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে প্লাস্টিক আর ক‍্যারিব‍্যাগে,
বাঁচবে বনভূমি বাঁচবে পরিবেশ অরণ‍্য ধ্বংস মনোভাব ত‍্যাগে।
পরিবেশ হলো বেঁচে থাকার একমাত্র গুপ্তচাবি ও
অমূল্য গুপ্তধন,
Co2 নিয়ে অক্সিজেন দিয়ে বৃক্ষ করে থাকে জীবনদান।

গাছ লাগান প্রাণ বাঁচান শ্লোগটি যেন বাস্তবেও আসে,
পূর্ণিমা রাতে ঝলসানো আলোতেও সবুজ অরণ‍্য হাসে।
শিশুর মতোই বড়ো করে ছোট্ট ছোট্ট বৃক্ষকে,
মানবজাতি নামের স্বার্থক হোক অরণ‍্য রক্ষকে।

      ~ সোনালী খাতুন
© Copyright Protected

Post a Comment

0 Comments

Close Menu