রণক্ষেত্রের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও
যেন বিজয়পতাকা উচ্চশিখরে গেঁথে দেওয়ার
ভাবনাটাই মনে প্রবল বেগে গতিশীল।
চারিদিকে খালি শবদেহ ছড়ানো,
এক তীব্র হাহাকার হানা দিচ্ছে সর্বত্র।
আকাশের বুকে বোমারু বিমানবাহিনীর শব্দ,
পায়ের নিচে এক একটা ল্যান্ডমাইনের উপস্থিতি
আশঙ্কায় ফেলছে বারেবারে-
কোনো বোনের রাখীকে, কারোর স্ত্রী'র সিদুঁরকে,
কারোর মায়ের অন্তরঙ্গ মাতৃত্বকে।
মায়ের চোখের অশ্রুহীনতার
বার্তা প্রদানকারী চিঠিটাই যেন
অমর করেছে মায়ের ঐ অগাধ মমতাকে।
মাতৃভূমি রক্ষার জন্য এই আত্মবলিদান
শত্রুর হোক অথবা মিত্রের,
তাদের অর্জিত এই স্বাধীনতা..
ইতিহাসের প্রতিটা পাতায়
চিরঅমরত্বের পদাধিকারী॥
~ সৌমি নন্দী
© Copyright Protected
0 Comments