Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

স্বাধীনতা | কলমে ~ আশীষ কুন্ডু | নীরব আলো

স্বাধীনতা মানে ছিল স্বদেশের মুক্তি
ভারতবর্ষকে মা হিসেবেই করে ভক্তি!
যত সন্তান হোলো নিঃস্ব করে প্রাণত্যাগ, 
হিসেব কি হয় সেদিনের সে আত্মত্যাগ!
গান্ধী, সুভাষ, প্যাটেল, ভগৎ সিং, আজাদ-
সবাই মিলে বন্দেমাতরম, ইনক্লাব জিন্দাবাদ! 
স্বাধীন হলো দেশ ঊনিশশো সাতচল্লিশ,
তবু কেন সত্তর বছর পর জমে আছে বিষ? 
জাত-পাত-ধর্ম, দল বিচারে আমরা বিভিন্ন,
এখনো অনেকে চায় দেশকে করতে ছিন্ন! 
পনেরোই আগষ্ট উড়বে তেরঙ্গা আকাশ ছুঁয়ে, 
এসো হাত ধরি, একে অন্যকে রেখে নির্ভয়ে!
এসো ভেদ ভুলে এগোই দেশের উন্নয়নে,
আমরা ভারতীয়, এ শপথ নিই মনে মনে।

        আশীষ কুন্ডু 
© Copyright Protected

Post a Comment

0 Comments

Close Menu