স্বাধীনতা তোমার আগমন দেখিনি আমি দুই চোখে,
তোমার অস্তিত্ব অনুভব করেছি মোর হৃদয়ে।
হাজার হাজার মানুষের প্রাণের বিনিময়ে
পরাধীনতার থেকে মুক্তি পেয়েছি কত যুদ্ধ করে।
সেই বীর শহীদদের রক্তে ভেজা আমার মাতৃভূমি,
ব্রিটিশদের তাড়িয়ে সোনার বাংলা গড়েছে এই স্বদেশ চুমি।
ওই হিমালয়ের চূড়ায় কন্যাকুমারীকা গিয়ে,
আজোও উড়ছে ভারতীয় পতাকা জয়ের নিশানা নিয়ে !
আজও ওড়ে আকাশে বাতাসে মহামানবের তীরে,
জাতীয় পতাকা, মাঝে অশোক চক্রকে ঘিরে।
এই স্বাধীনতার জন্য লড়াই করে রক্ত ঝরিয়েছে যাঁরা,
বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম, সুভাষ ঝাঁপিয়ে পড়েছে তাঁরা।
আরো কত শহীদ হয়েছে, কত প্রাণ হয়েছে বলিদান,
শৃঙ্খল মোচন করে দেশ পেয়েছে স্বাধীনতার সন্মান।
সারা ভারত জুড়ে এই পনেরোই আগস্ট শুভ দিনে সমবেত হয়ে,
ওই সাদা কমলা সবুজ পতাকা মাঝে সেই শহীদদের জয়গান গেয়ে-
সেলাম জানাই ওই শহীদ বেদীতে যাঁরা এনেছেন স্বাধীনতা,
এই মাতৃভূমিতে তাঁদের জন্যই চিরদিনই আমি নোয়াই মাথা॥
তোমার অস্তিত্ব অনুভব করেছি মোর হৃদয়ে।
হাজার হাজার মানুষের প্রাণের বিনিময়ে
পরাধীনতার থেকে মুক্তি পেয়েছি কত যুদ্ধ করে।
সেই বীর শহীদদের রক্তে ভেজা আমার মাতৃভূমি,
ব্রিটিশদের তাড়িয়ে সোনার বাংলা গড়েছে এই স্বদেশ চুমি।
ওই হিমালয়ের চূড়ায় কন্যাকুমারীকা গিয়ে,
আজোও উড়ছে ভারতীয় পতাকা জয়ের নিশানা নিয়ে !
আজও ওড়ে আকাশে বাতাসে মহামানবের তীরে,
জাতীয় পতাকা, মাঝে অশোক চক্রকে ঘিরে।
এই স্বাধীনতার জন্য লড়াই করে রক্ত ঝরিয়েছে যাঁরা,
বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম, সুভাষ ঝাঁপিয়ে পড়েছে তাঁরা।
আরো কত শহীদ হয়েছে, কত প্রাণ হয়েছে বলিদান,
শৃঙ্খল মোচন করে দেশ পেয়েছে স্বাধীনতার সন্মান।
সারা ভারত জুড়ে এই পনেরোই আগস্ট শুভ দিনে সমবেত হয়ে,
ওই সাদা কমলা সবুজ পতাকা মাঝে সেই শহীদদের জয়গান গেয়ে-
সেলাম জানাই ওই শহীদ বেদীতে যাঁরা এনেছেন স্বাধীনতা,
এই মাতৃভূমিতে তাঁদের জন্যই চিরদিনই আমি নোয়াই মাথা॥
~ অনাদি মুখার্জি
© Copyright Protected
0 Comments