Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

ওগো স্বাধীনতা ! | কলমে ~ গোবিন্দ মোদক | নীরব আলো


'স্বাধীনতা' কথাটিতে জড়িয়ে আছে অনেক ইতিহাস, 
অনেক বঞ্চনা আর সহনশীলতার গল্প। 
'স্বাধীনতা' শব্দটিতে লেগে আছে
অনেক রক্ত, ঘাম আর সংগ্রাম;
জেগে আছে বহতা নদীর মতো এক বিপন্ন বিস্ময়, 
যা শুধু ব্যথিত করে যুগ যুগ ধরে ---
শোষণ আর শাসনের কড়া চাবুক
নির্দয় অত্যাচারের নীলকুঠি হয়ে
সাক্ষী দেয় নির্মমতার, 
যেখানে একদা বণিকের মানদণ্ড
দেখা দিয়েছিল রাজদণ্ড রূপে !
এরপর অনেক ত্যাগ, লড়াই আর রক্তদান ....
যা সঞ্জীবিত করে 'স্বাধীনতা' শব্দটিকে .....
তারপর একরাশ মুক্তি স্বরূপা স্বাধীনতা ..... 
আর সমগ্র আকাশ জুড়ে 
ত্রিবর্ণ-রঞ্জিত পতাকার পত্ পত্ ওড়া।
                *          *          ***
অতঃপর গঙ্গা দিয়ে বয়ে যায় অনেক জল ...
কালের প্রবাহে ফিকে হয়ে আসে
পরাধীনতার দুঃখ-যন্ত্রণা আর অত্যাচারের দাগ।
বিপ্লবীদের ফটোতে ধুলো জমে,
দেশপ্রেমিকের আবক্ষ মূর্তি কলুষিত হয়,
স্বাধীন দেশের নাগরিকের 
কাঁচা হাতের অক্ষরে লেখা অশ্লীল শব্দে .... !
ওগো স্বাধীনতা ! 
অভিধানে তোমার নামের বানানের বুঝি 
অনিবার্য রকমফের ঘটেছে এবার !!

        গোবিন্দ মোদক  
© Copyright Protected

Post a Comment

0 Comments

Close Menu