Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

স্বাধীনতার দুয়ারে দুয়ারে, মুক্তি খুঁজি পতাকায় | কলমে ~ রাহুল জানা | নীরব আলো

কতশত রক্তমাখা ইতিহাসের ভিতের উপর দাঁড়িয়ে, স্বাধীনতার পরিচায়ক গেরুয়া-সাদা-সবুজের মিলিত ধ্বজা আজ আকাশ ছুঁয়ে।
তার দ্রাঘিমায় রচিত হয়েছে মুক্তির উপাখ্যান,
ঘটেছে পরশাসকের শোষণের অবসান,
গেয়ে সাম্য-মৈত্রী-স্বাধীনতায় উন্নীত মানবতার জয়গান।
কিন্তু আজ হারাতে বসেছে স্বাধীনতার অর্থ,
মুখ লুকিয়ে গুমরে কাঁদে মানবতা,
ঠাঁই নাই এই স্বার্থান্বেষী নিষ্ঠুর সমাজে স্বাধীন কোনো সত্ত্বার!
দিনশেষে প্রশ্ন জাগে মনে-
দীর্ঘ সত্তর বছর অতিক্রান্ত হলেও, পেয়েছি পেয়েছি করেও পেয়েছি কি স্বাধীনতা?
নাকি সবটাই মস্ত এক মায়া?
পনেরোই আগস্টের সকালে মুখ ঢেকে যায় শহরের,
তেরঙা পতাকা উত্তোলনের ভিড়ে,  
জাতীয় সংগীতের সুরে জেগে ওঠে ক্ষণিকের দেশাত্মবোধ,
আর ১৬ই আগস্টের ভোরেই পড়ে থাকে আস্তাকুঁড়েতে আমাদের মূল্যবোধ।
অভাবের সকালে ফুটপাতে ঘুম ভাঙ্গে রোজ কত না শিশুর,
স্বাধীনতা দিবস প্রমাণ করে আমাদের হয়েছে গভীর অসুখ।
জরাজীর্ণ তাতে দেশের মেরুদন্ড,
ভুলেছে কত বলিদানের শেষে প্রাপ্ত লালিত স্বাধীনতার গরিমা যে অখন্ড।
অভিযোগের ফাইল জমা হয় সুপ্রিমকোর্টের আঁধারে,
নারী স্বাধীনতা কোথায় খুঁজে না পাই রে!
যে দেশমায়ের তরে কত তরুণ গিয়েছ অস্তাচলে,
আজ তারই প্রতিলিপি প্রতি নারীকে পুরুষতন্ত্র করতে চায় শৃঙ্খলাবদ্ধ নিয়মের বেড়াজালে।

বন্দেমাতরমের সুরে দেশমায়েরে স্যালুট করতে গিয়েও প্রশ্নের সম্মুখীন হয় মন বারেবারে!
পরাধীনতার নাগপাশ থেকে কি আদতেই মুক্তি পেয়েছি আমরা?
হতে পেরেছি কি স্বাধীন কুসংস্কার, ভেদাভেদ, সাম্প্রদায়িকতা,অর্থবাহুল্যতার থেকে?
নাহ্! পাইনি, আসলে আমরা আজও পরাধীন।
দেশের মানুষ দেশের মানুষের কাছেই শোষিত-পীড়িত।
দেশমায়ের বস্ত্র আজ আরো মলীন,
অশ্রুবিলাসে তার দিন কেটে যায়!
ভাইয়ের রক্তে ভাই হাত রাঙায়,
বোনের প্রতি কামের তাড়নায় মাতাল ভাই যে হয়!
গৃহলক্ষ্মীর দরাদরি হয় পণের চাহিদায়!
আর হায়রে স্বাধীনতা, যারে মাথায় করে রাখার কথা,
আজ সে ভূলুণ্ঠিত আমাদেরই অবহেলায়!

        রাহুল জানা
© Copyright Protected

Post a Comment

0 Comments

Close Menu