Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

স্বাধীন আগস্ট | কলমে ~ ঐশ্বর্য্য ঐশী কৃষ্ণ | নীরব আলো

স্বাধীন আগস্ট পবিত্র দিন

ফি বৎসর আসে।

মানুষ সব ফোটায় ফুল;

দেশ মাকে ভালোবেসে।


দেশ তাদের ধ্যান জ্ঞান

হৃদয়ের স্বপ্ন।

মেঘ সরিয়ে রঙিন দিন

অসামান্য স্বপ্ন।


ভালোবাসাগুলি যত্ন লেখে

পাতায় পাতায় বুনে;

আলোরেণু দিকে দিকে

হৃদয়ের বাসভূমে।

        ঐশ্বর্য্য ঐশী কৃষ্ণ 
© Copyright Protected

Post a Comment

0 Comments

Close Menu