ফি বৎসর আসে।
মানুষ সব ফোটায় ফুল;
দেশ মাকে ভালোবেসে।
দেশ তাদের ধ্যান জ্ঞান
হৃদয়ের স্বপ্ন।
মেঘ সরিয়ে রঙিন দিন
অসামান্য স্বপ্ন।
ভালোবাসাগুলি যত্ন লেখে
পাতায় পাতায় বুনে;
আলোরেণু দিকে দিকে
হৃদয়ের বাসভূমে।
~ ঐশ্বর্য্য ঐশী কৃষ্ণ
© Copyright Protected
0 Comments