স্বাধীনতা, তুমি কার?
মানুষ, পাখি, জীবজন্তু, গাছপালা সবার?
আমরা সবাই তোমাকে পেলাম
মনের আনন্দে,
উৎসব আর অনুষ্ঠান করে পালন করি সানন্দে।
হাজার শহীদের রক্তধারায় আমাদের স্বপ্ন সত্য হল,
তাঁদের সেলাম জানিয়ে নতুন ভারত তৈরি হল।
গণতান্ত্রিক অধিকার আমরা সবাই ভোগ করছি,
জাতীয় দিবস হিসেবে সকল দেশপ্রেমিকদের জন্মদিন পালন করেছি।
মানুষ, পাখি, জীবজন্তু, গাছপালা সবার?
আমরা সবাই তোমাকে পেলাম
মনের আনন্দে,
উৎসব আর অনুষ্ঠান করে পালন করি সানন্দে।
হাজার শহীদের রক্তধারায় আমাদের স্বপ্ন সত্য হল,
তাঁদের সেলাম জানিয়ে নতুন ভারত তৈরি হল।
গণতান্ত্রিক অধিকার আমরা সবাই ভোগ করছি,
জাতীয় দিবস হিসেবে সকল দেশপ্রেমিকদের জন্মদিন পালন করেছি।
~ রীতা বসু
© Copyright Protected
0 Comments