তখন বাংলা ছিলো কুসংস্কারে অন্ধ॥
বিধবা বিবাহ তোমার অনন্য অবদান।
বাংলা মাকে ভালোবেসে দিলে মান॥
মা'র জন্য পেরিয়েছো উত্তাল দামোদর।
সংস্কৃতে পন্ডিত তুমি, তুমি দয়ার সাগর॥
লিখেছো বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা।
ভ্রান্তিবিলাস, ঋজুপাঠ, নীতিবোধ, কথামালা॥
বহুবিবাহ প্রথা রোধে ভূমিকা তোমার অনন্য।
দৃঢ়চেতা সহজ সরল, আমরা হয়েছি ধন্য॥
~ আশীষ কুন্ডু
© Copyright Protected
0 Comments