Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর | কলমে ~ রীতা বসু | নীরব আলো

প্রথম হাতে তুলে দিলে বর্ণপরিচয়,
শৈশবেই বুঝলাম, মানুষ তুমি সাধারণ  নয়।
সারা জীবন মানুষের জন্য তোমার  প্রাণ কেঁদেছে,
নারী জাতির জন্য তোমার জীবন উৎসর্গীকৃত হয়েছে।
বিধবা বিবাহ চালু করে মেয়েদের নতুন জীবন দিলে,
মায়ের কাছে যাবে বলে বর্ষায় দামোদর সাঁতরে পেরোলে।
ছোটবেলায় মাইলফলক গুণে
সংখ্যা শিখে নিলে,
বীর সিংহের বালক তুমি সংস্কৃত কলেজের অধ্যক্ষ হলে।
ছোটবেলায় পড়েছি, "দয়ার সাগর, বিদ্যাসাগর, বীরসিংহে ধাম,
সুখ্যাতি যাঁর বাংলা-জোড়া, বিখ্যাত  তাঁর  নাম।" 
তোমার প্রখর ব্যক্তিত্বের কাছে
কেউ মাথা তুলতে না পারত,
তেমনই তোমার রসবোধের কাছেও সবাই হেরে যেত।
জন্মদিনে আমার প্রণাম নাও,
ওগো মানব-ঈশ্বর,
ফিরে এসো তাড়াতাড়ি, আমাদের  বিদ্যাসাগর।

          রীতা বসু 
© Copyright Protected

Post a Comment

0 Comments

Close Menu