Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

গুবলু পুরাণ | কলমে ~ ডাঃ অরুণিমা দাস | নীরব আলো

নাম তার গুবলু, বয়স সবে মাত্র সাত
লেখাপড়া যে তার লাগে না ভালো, অঙ্কতে যে সে কুপোকাত।

বাংলাতে ও সে নয়কো মোটেও হ্যাংলা
ইংরেজিতেও সে তো এক ক্যাবলা।

ভালো লাগে তার ইতিহাস, ভূগোল
পড়ে তাই চোখ দুখানি করে গোলগোল।

মা বাবা তার দিনরাত করে প্রাণপাত
বলেন অঙ্কটা করো মন দিয়ে জুটবে তবে পেটের ভাত।

গুবলু বলে ঐতিহাসিক হবো আমি, চাই না হতে অঙ্কবিদ
ভেবোনা মিছে আমায় নিয়ে, উড়িয়ে দিয়ে রাতের নিদ।

মা বাবা আর কি করেন, বোঝেন তাদের বলাই শুধু সার
ছেলে তাদের মানুষ হোক, চাই না চাপাতে ওর ওপর কোনো অন্যায় আবদার।।

       রাহুল ভট্টাচার্য
© Copyright Protected

Post a Comment

0 Comments

Close Menu