Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

ভবিষ্যত প্রতিশ্রুতি | কলমে ~ আফ্রূজা খাতুন | নীরব আলো

আমরা শিশু আমরা কিশোর 
ভবিষ্যতের বীজ সবে, 
লুকিয়ে মোদের  কিশোর প্রাণে 
মহীরুহ এই ভবে। 

সুস্থ সমাজ সুস্থ বিকাশ 
মোদের তরে রেখো, 
ছেয়ে না যায় বিষ বাষ্পে 
এ-টুকুটাই দেখো। 

আকাশ বাতাস দূষণ ভরে
দিচ্ছো কেন সব, 
কোন হাওয়াতে শ্বাস নেবো 
জাগবে কলরব। 

যেমন শেখাও তেমন শিখি 
প্রত্যাশা না থাকে, 
খারাপ দেখে ভালো দেবো 
ভবিষ্যতের কাকে?

ঘূন ধরা এই সমাজ মাঝে 
ছোট বড়োর নেই তো মান,
টাকা থাকলে আজকে দেখি
গুনি ইতর সব সমান। 

আকাশ খানি ভরে দিয়ো 
সরলতা কোলাহল,
সরিয়ে দিয়ো কূট কচালি
উদার বায়ুর চলাচল। 

জঞ্জাল মুক্ত  করে যেও 
ভবিষ্যতের আবাস স্থল,
সু-নাগরিক ভবিষ্যতের 
হবোই যেনো ঠিক সকল। 

এই আমরা শপথ নিলাম 
ভবিষ্যতের সু-নাগরিক,
মুক্ত ধরা দিয়ো মোদের 
বিশ্ব জয় করবো ঠিক।

       আফ্রূজা খাতুন 
© Copyright Protected

Post a Comment

0 Comments

Close Menu