ব্যাগের বোঝা বইতে পারি।
তোমরা বলো আমরা শিশু,
হচ্ছে বিলীন শৈশবেরই।
মানছো তোমরা দিবস কত,
নামের বড়াই শৈশবেরই।
বলবে না তো আমরা শিশু!
কুটিল আর জটিল কেন?
জীবন মোদের ওষ্ঠাগত।
পুষ্টি মোদের জীবন গঠন,
স্মৃতি মধুর বাড়বে কেমন?
ভাবনা তোমার আমরা শিশু।
ব্যাগের বোঝা কমাও দোহাই।
বাঁচুক শিশু শৈশবেরই।
~ শ্যামল চক্রবর্ত্তী (সবুজ)
© Copyright Protected
0 Comments