Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

শিশুর কথা | কলমে ~ সুচিস্মিতা মাজি | নীরব আলো

কালকের থাকে না তাদের চিন্তা,
তারা শুধু উপভোগ করে আজকের দিনটা।
মনটা সারাদিন খেলে খেলে বেড়াতে চায়,
এইরকম দিন শুধু শিশুরাই কাটাতে পায়।

নিষ্পাপ মনের আধার তারা সকলে,
সবাইকে বাঁধতেও পারে তারা ভালোবাসার সুতোতে।
আর আমাদের সকল শান্তি যেন হারিয়ে গিয়েছে নানান চিন্তার ভিড়ে,
আফসোস শুধু একটাই চাইলেও আর কোনোদিনও পাব না সেই ছোটোবেলাটাকে ফিরে।

শিশুরা নাকি মনে মনে বড়ো হতে চায়,
কিন্তু ওরা কী করে জানবে কত শত দায়িত্ব আর চিন্তার ভারে আমাদের বড়োদের দিন গড়ায়।
সাফল‍্যের সমস্ত দোড়গড়ায় যেন পৌঁছতে পারে শিশুরা সবাই,
এটাই কাম‍না করে তাদের শিশু দিবসের শুভেচ্ছা জানাই।

        সুচিস্মিতা মাজি
© Copyright Protected

Post a Comment

0 Comments

Close Menu