খিলখিলিয়ে কেমন,
মাঘের রাতে পূর্ণিমাতে
ভাঙ্গা মেঘে জ্যোৎস্না ছড়ায় যেমন…
মায়ের কোলে ছোট্ট তিথি
খেলছে কেমন হেলে দুলে,
পদ্মপাতায় বৃষ্টি ফোঁটা
মাতাল হাওয়ায় টলমলে।
সময় সময় বাড়ছে শিশু
ঘড়ির কাঁটা মেপে,
আজকে চারায় যত্ন করো
সবুজে সবুজ জাহান দেবে।
~ সুরভী চ্যাটার্জী
© Copyright Protected
0 Comments