Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

প্রকৃতিতে নারী | কলমে ~ দীপান্বিতা পান্ডে দীক্ষিৎ | নীরব আলো


ঈশ্বরের সুন্দর সৃষ্টি মানুষে
ভাগ হয়েছে কর্মের গুনে প্রকৃতি ও পুরুষে। 
পুরুষ চিরদিন চির শাশ্বত সত্য,
নারীকে প্রমাণ করতে হয়েছে প্রতিষ্ঠা তার মাহাত্ম্য।
চারিদিক ফুলে ফলে সৌরভে ভরিয়ে দেয় প্রকৃতি,
নারীও তেমন করে সাজিয়ে দেয় চারপাশ কে দিয়ে মনের সংস্কৃতি৷
আপন হাতে আপন করে
টেনে নেয় ভালো মন্দ সকলই,
কাছের দূরের ভাগ রাখেনা
 সবাই তার নিজেরই|
জলের যেমন রং নেই, স্বাদ নেই
সব কিছুই আকার বিহীন,
ঠিক তেমনই নারীরাও
এই সংসারে সমাজে সৃষ্টিতে অদ্বিতীয়া তুলনাহীন৷


[সমস্ত নারীজাতির প্রতি শ্রদ্ধা 'স্নেহ ও অকুন্ঠ ভালবাসা আন্তর্জাতিক নারী দিবসে৷]


   দীপান্বিতা পান্ডে দীক্ষিৎ
© Copyright Protected

Post a Comment

0 Comments

Close Menu