Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

আসল দূর্গা | কলমে ~ মৌমিতা ঘটক | নীরব আলো


চ্ছা শুধু ‌প্রতিমাতেই কি দূর্গা ‌থাকে? এক অন্ধকার গলিতে থাকা নারী ‌তার‌‌ নাম উমা। সবাই তাকে খারাপ মেয়ে বলেই‌ চেনে। কিন্তু কেনো‌ যে সে এই পথ বেছে নিয়েছে, সেটার খোজ‌ কেউ কি রাখে? তার‌ও ছিল অনেক স্বপ্ন, কিছু অর্থের জন্য‌ তাকে এই পথ বেছে নিতে হয়। তাহলে‌ উমা কি দূর্গা নয়? যে নিজের পরিবারের জন্য এই আত্মত্যাগ করে, সে কি দূর্গা ‌নয়?
        একদিন তিন্নি রাস্তা দিয়ে একা হেঁটে যাচ্ছিল, কয়েকজন শয়তান তার পবিত্রতা নষ্ট করার চেষ্টা করেছিল, হঠাৎ সেই শয়তানের মাথায় দিলো‌ এক কোপ‌ বসিয়ে, তিনি হতবাক এই অন্ধকারময়‌ রাতে‌ কে‌ তাকে এতো সর্বনাশ এর হাত থেকে রক্ষা করলেন? ঘুরে‌ দেখলো‌ তিনি এমন‌ একজন - সমাজ তাদের বিহল্লনা বলে অভিহিত করে।
সে কি দূর্গা ‌নয়?
        আমাদের মা প্রতিনিয়ত ‌না খেয়ে, না ঘুমিয়ে আমাদের খুশির ‌জন্য আত্মত্যাগ ‌করে, আমাদের মা তো‌ দূর্গার আর‌ এক রুপ। দূর্গা কি কেবলই ‌মন্ডপে পূজিত ‌হয়? আমার দূর্গা পূজিত হয় অন্যভাবে।
        রাস্তায় কোনো দিন‌ কোনো ভিখারীনী প্রখর রোদে শুকিয়ে পুড়ে তার সন্তান দের মুখে একমুঠো খাবার তুলে দেওয়ার চেষ্টা করতে থাকে, সে কি দূর্গা নয়?
        এক মেয়ে নিজে‌ ধর্ষিতা হয়েও নিজে‌ না হেরে গিয়ে অস্ত্র তুলে ‌নিয়েছে‌ নিজের ‌হাতে। এটা কি দূর্গা র মতো‌ তেজ নয়?
        প্রতি মেয়েদের ‌মধ্যেই তেজস্বিনী ভাব থাকে, যা মেয়েদের দূর্গা করে তোলে।

        মৌমিতা ঘটক

© Copyright Protected

Post a Comment

1 Comments

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)

Close Menu