Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

ও মেয়ে তুই বাহিরে কেন যাস | কলমে ~ অষ্ট দেয়াশী | নীরব আলো

 
ও মেয়ে তুই বাহিরে কেন যাস?
বাহিরে আছে কাল কেউটে
ছোবল মারবে তোকে যখন তখন।
ও মেয়ে তুই বাহিরে কেন যাস?
ওদের ছোবল খেলে বাঁচবি না রে আর
এ তো যা তা সাপ নয়, জাত কেউটে তাই। 
মুখোশধারী সাপ ওরা, বিষ দাঁত ওদের  ভাঙা
ছোবল মারে যখন তখন ওরা। 
ও মেয়ে তুই বাহিরে কেন যাস?
মেয়ে জন্ম গ্রহণ করেছিস তুই বুঝিস  না কেন!
পদে পদে আছে তোর অনেক বিপদ।
মুখোশধারী মানুষগুলো ঘুরছে কতো
যখন তখন হবে রে তোর বিপদ। 
ও মেয়ে তুই বাহিরে কেন যাস?
শরীর যদি হয় তোর কালো 
এ সমাজে ঠাঁই পাবি না তো,
থাকবে না তোর পাশে কেউ 
কলঙ্কিনী নাম হবে তোর। 
রাস্তা দিয়ে যাবি যখন
বলবে লোকে কুকথা যখন তখন।
করবে না কেউ প্রতিবাদ হাসবে সবাই-
এই তো সমাজ রে ভাই!
ও মেয়ে তুই বাহিরে কেন যাস?
নারীর দুঃখ নারীর কষ্ট বুঝবে না কেউ, 
সত্য-ত্রেতা-দ্বাপর-কলি সব যুগে নারী বলি
তবু বুঝিস না কেন তুই!

           অষ্ট দেয়াশী
© Copyright Protected

Post a Comment

0 Comments

Close Menu