Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

নারী | কলমে ~ সনত ষন্নিগ্রহী | নীরব আলো

 
নারী মানে জননী-বধূ-কন্যা 
ধরণীতে নারী তুমি অনন্যা।
মানব সৃষ্টির তুমি  হলে কারিগর
তাই ধরণীতে বেঁধেছ ঘর।
পুরুষ সৃষ্টির মূলে নারীর অবদান
কেউ গায়নি নারীর গুণগান।
শ্রাস্ত্রমতে পৃথিবীতে এই নারী বন্দিনী
ধর্মরূপী দানব বন্দী করেছে জানি।
অতীতে নারী-পুরুষের সমান অধিকার 
এখন ভোগ করে অবিচার।
শাস্ত্রে নারীর ঘোমটা খোলা মানা
এই কথাটা সমাজের জানা।
সুখের সোনার খাঁচায় ওরা বন্দী
পুরুষেরা বন্দীর করেছে ফন্দি।
মনিষীদের জন্মদাতা ঐ মহিয়সী নারী
তাঁদের কথা কখনো ভুলিতে নারি।
দয়াময়ি মা জননী, বধূ, কন্যা 
এই ধরণীতে নারী অনন্যা।
কতদিন থাকবে ওরা খাঁচায় বন্দী!
বেরিয়ে এসে ভাঙ্গো পুরুষের  ফন্দী।

          সনত ষন্নিগ্রহী
© Copyright Protected

Post a Comment

0 Comments

Close Menu