পৃথিবীর আলো দেখলাম,
এলুম মায়ের কোলে।
তাই বলে কি জন্ম থেকেই
আঙুল তোলা হলো শুরু,
আমি মেয়ে হলুম বলে!
যখন জন্ম নিয়ে উঠলাম কেঁদে
আর দেখলাম চোখে চেয়ে,
কেবলই হাসলো মা।
আর বাকি যারা এসেছিল
সবার মুখ শুকিয়ে গেলো
যেন কে কেড়ে নিয়েছে রা।
আরও যখন বড় হলাম
আমার রূপ-রঙ এলো ফিরে।
হলো আমার বাইরে যাওয়ার পালা-
বাঁধা সাধলো ,জানিনা কেন
বেশির ভাগ সময়ই কাটলো আমার নীড়ে।
আমার ভাই আমার দাদা
কেনই বা যায় সব সয়ে,
কেনইবা থাকে চিন্তায়, কিসের ভয়ে?
তবে কি আমি মেয়ে হয়ে জন্মেছি বলে?
আমি কি পারি না
আর পাঁচ জনের মতো বাঁচতে মানুষ হয়ে?
কেন বা এতো যাতনা সইতে হয়?
এই পৃথিবীর বুকে জন্ম নেওয়া
শুধুই কি আমার অপরাধ?
আমি মেয়ে, আমি নারী বলে
কেনই বা শুনতে হবে
চলতে ফিরতে আমায় অপবাদ!
যতই দিন যায় দেখি
মায়ের মুখে বাবার মুখে
পড়ে যেন কিসের দুশ্চিন্তার ছায়া।
কেনই বা পারি না চলতে ফিরতে
রাস্তাঘাটে?
কেনই বা মাগি মোরা ঈশ্বরের কাছে দোয়া?
কেনই বা মোরা কোথাও গেলে
বাড়ে ধুকপুক মায়েদের বুকে?
কেনই বা খেলে যায় দুঃশ্চিন্তার ঢেউ
সন্ধ্যা নামার মুখে!
এসব হয় কেবলই আমি মেয়ে বলে,
কেনো? আমি কি নই সমাজের জীব?
কেনই বা আমায় বোঝা ভাবে?
কেনই বা ভাবে না ওরা আমায় নিয়ে?
আমার জঠরে যে বীজের জন্ম
সেই তো জ্বালাবে আলোর প্রদীপ।
~ চাতক পাখি
© Copyright Protected
1 Comments
খুব সুন্দর । অভিনন্দন
ReplyDelete