তালুতে সূর্য ধরে বসে দিন ও রাতের হিসেবে
পরম মমতায় লিখে নিচ্ছো দৈনন্দিন সূচি।
হয়তো অদৃশ্য কালি বর্ণিল তরঙ্গে অনুপম,
দিনের মনন বর্জ্য আর হনন বেদনা সয়ে আছো।
কখনো সেবিকা মুদ্রায় প্রাত্যহিক নান্দীপাঠ
অথবা তীক্ষ্ণ বাণে গেঁথে নাও নির্ভুল লক্ষ্য।
অনায়াসে লক্ষ্যস্থির পুষ্পকীট কি পুচ্ছকণ্টক-
ঘোর আগ্রাসী সংশপ্তক তেজ এতটুকু ব্যত্যয় নেই।
ফুল হতে পারো, চাঁদও, শীতের আগুন পুরোহিত
প্রহরী বা হন্তারক কীভাবে যে মিলেমিশে যায়!
স্বেচ্ছায় চেয়ে নাও নিতান্ত অকিঞ্চিৎ দান
চেনাজানা তুচ্ছতাকে গুরুত্বে সাজাও মহান!
~ জয়ন্ত চট্টোপাধ্যায়
© Copyright Protected
0 Comments