আমার পিতা
সাকিনা খাতুন
পিতা মানে মায়ের সত্য বন্ধু।
আমার জন্মদাতা।
পিতা মানে বিরাট বৃক্ষ, আমি ছোটো পাতা।
আমার ঠিকানায় দ্বিতীয় স্থানে নাম থাকে তার।
তার নামের জন্য চেনে সকলে আমার।
হয়না কথা রোজ আমার পিতার সাথে।
খোঁজ থাকে মিথ্যা বলে যাই কোথায় মাকে।
পিতার উক্তি - সন্তানের ভাগ্য না হয় যেনো, আমার মতো।
বাপের হোক কষ্ট, তবু আশা পুর্ণ হয়, আমার যতো।
মাঠে হাটে রোদে পুড়ে, হয়েছে ভীষণ কালো।
কষ্ট লুকিয়ে রেখে, দেখায় সুস্থ্য সবল ভালো।
0 Comments