Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

বাঁচুক পৃথিবী | শিউলী ব্যানার্জী (মুখার্জী)

বাঁচুক পৃথিবী
শিউলী ব্যানার্জী (মুখার্জী)

প্রকৃতির রঙ রূপ সৌন্দর্য 
প্রকৃতির সবুজে সবুজ সমারোহ 
প্রকৃতির মিষ্টি হাসি,  মিষ্টি গন্ধ 
সবই থাক অক্ষয়  অক্ষত
মানুষের শুভ বুদ্ধি হোক জাগরিত ।
সবুজ গাছ পালায় ভরে উঠুক 
এই প্রকৃতির চারপাশ,
ঝরনা পাহাড় সাগর নদী 
 সঙ্গে পাখির গান।
সবুজ গাছের শীতল ছায়া 
জুড়াবে মন জুড়াবে প্রান।
চাই গাছ ভরা ফুল, গাছ ভরা ফল
ফুলের সুরভি বাতাস ভরাবে 
ফুলের সাজে প্রকৃতি সাজবে
নতুন নতুন সাজ।
চাই মুক্ত বাতাস,  চাই মুক্ত আকাশ ..
চাই সবুজ সবুজ মন.. 
প্রকৃতি বাঁচলে মানুষ বাঁচবে 
পাবে সুস্থ সুন্দর জীবন।
লাগাবো গাছ , বাঁচাবো প্রান 
এই হোক অঙ্গীকার ,
প্রকৃতির দানে বাঁচুক পৃথিবী 
হোক নবজীবনের উত্থান ।।

Post a Comment

0 Comments

Close Menu