আমার বাবা
পারমিতা দাস
জীবন যুদ্ধেমা-বাবা দুজনেই সামিল
বাবা মায়ের অবদান জীবনে অনেক দামী।
পরম বিশ্বাসে যখন আমরা বাবার হাত ধরি
সারা পৃথিবীর অর্ধেক জয় করে ফেলি ।
মায়ের মত বাবা কিন্ত ভাল বন্ধু হতে পারে
শাসনের সাথে সাথে সোহাগ যেখানে চলে ।
সব আবদারের ঝুড়ি নিয়েহাজির হই যখন
বাবার আশ্বাসে মিলবে প্রয়োজনের অতিরিক্ত যেন।
নিশ্বাসের সঙ্গে সঙ্গে বাবা জড়িয়ে আছে
ছন্দোময় জীবন কিন্ত বাবার উপহার বটে ।
সব কথা লিখে বলা যায় না মোটে,
বিশ্বপিতৃদিবসে তার সামান্য প্রকাশ ঘটে ।
সুস্থ থাকো,ভাল থাকো এটুকু চাই
তোমার হাত ধরে আমি
এইভাবে বাঁচতে চাই।
বটগাছের মতো তুমিজীবনে ছায়া দাও
তার বিনিময়ে তুমি কিছুই না চাও ।
বিশ্ব পিতৃদিবস পালন হোক বছর বছর ধরে ।
নীরব আলোর এই প্রচেষ্টাকে
কুর্নিশ জানাই অন্তর থেকে ।
0 Comments