Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

বাবা বলতেই | মোঃ ফায়জল বাকী | কবিতা | পিতৃ দিবস

বাবা বলতেই
মোঃ ফায়জল বাকী

বাবা বলতেই- চোখের কোণে মনেপ্রাণে মস্ত বটগাছ,
ঝড়-বাদলে আপনা ভুলে বাঁচায় সকল আঁচ৷
মনে আসে চোখেও ভাসে রোদ-বৃষ্টির ছাতা-
রোদে পুড়ে জলে ভিজে বাঁচায় সবার মাথা৷
কাজে-কর্মে-গালদঘর্মে যেন এক শক্ত বর্ম-
আঘাত সয়ে ব্যাঘাত দিয়ে সবার বাঁচান চর্ম৷
আশার আলো ঘুচান কালো শুধুই প্রেরণা-
শাসন-তোষণ-ভরনপোষণ তার হয়না তুলনা৷

আলাতো হাওয়া হারিয়ে যাওয়া শুধুই ওড়াউড়ি-
যার হারায় মনে করায় সুতো ছাড়াই ঘুড়ি৷
সংসারে ধারে-ভারে এক দক্ষ পরিচালক,
সুখে-দুখে সবার মুখে রাখেন সঠিক আলোক৷
দাতা-ত্রাতা- মহাননেতা এক এককসৈনিক,
ঘরে-পরে লড়াই করে একাই বাঁচায় দৈনিক৷
















Post a Comment

0 Comments

Close Menu