Ad Code

.
.
1 / 6
2 / 6
3 / 6
4 / 6
5 / 6
6 / 6

ফেরার গল্প | তীর্থঙ্কর সুমিত | কবিতা | পিতৃ দিবস

ফেরার গল্প
তীর্থঙ্কর সুমিত

কিছু কথা ___
বলতে গিয়েও থেমে যাওয়া শ্রেয়
চলন্ত ট্রেনে লিখে রাখা বিলাপ
আত্মকথনের হাত ধরে
ক্রমাগত ক্রমশের দিকে এগিয়ে চলে, 
সাথে দু-মুঠো অন্ন আর একটু জল
দুপুরের বেদনায় বাবার ডাক
আমি ফিরে আসি, 

সব রোদ আড়াল করা একবুক হাহাকার নিয়ে। 











Post a Comment

0 Comments

Close Menu