ফেরার গল্প
তীর্থঙ্কর সুমিত
কিছু কথা ___
বলতে গিয়েও থেমে যাওয়া শ্রেয়
চলন্ত ট্রেনে লিখে রাখা বিলাপ
আত্মকথনের হাত ধরে
ক্রমাগত ক্রমশের দিকে এগিয়ে চলে,
সাথে দু-মুঠো অন্ন আর একটু জল
দুপুরের বেদনায় বাবার ডাক
আমি ফিরে আসি,
সব রোদ আড়াল করা একবুক হাহাকার নিয়ে।
বলতে গিয়েও থেমে যাওয়া শ্রেয়
চলন্ত ট্রেনে লিখে রাখা বিলাপ
আত্মকথনের হাত ধরে
ক্রমাগত ক্রমশের দিকে এগিয়ে চলে,
সাথে দু-মুঠো অন্ন আর একটু জল
দুপুরের বেদনায় বাবার ডাক
আমি ফিরে আসি,
সব রোদ আড়াল করা একবুক হাহাকার নিয়ে।
0 Comments