বাবা
বীরেন্দ্র নাথ মহা পাত্র
' বাবা ' শব্দটি বটবৃক্ষের মত
সংসার শব্দটি ও বিশালাকার,
তোমার ছত্র ছায়ায় আগত ও অনাগত -
নেয় আশ্রয়, তুমি যে মহৎ পুরুষাকার।
কে বলবে, এ - তোমার অপার মহিমা!
এ - যেন, পাহাড় সম সুউচ্চ তম হিমালয় পর্বত,
সংসারের টুকি টাকি, অজস্র ঝামেলা সহ
গ্লানিমা -
সয়ে ও, শাখা - প্রশাখা বিস্তারে অনড় - অনট।
0 Comments