পরম পিতা
তসলিমা লস্কর
তুমি আমার জন্মদাতা তুমি মনের শক্তি;
তুমি আমার পরম পিতা তুমি অনুরক্তি।
তুমি আমার স্নেহের পরশ তুমি মাথার ছাতি;
বিষন্নের আঁধারে তে তুমি আলোর জ্যোতি।
তুমি আমার ভরিয়ে দেওয়া উজাড় করা মায়া;
তুমি আমার কঠিন দিনের তপ্ত রোদের ছায়া।
তুমি আমার সোহাগ ভরে জড়িয়ে ধরা গলা;
তুমি আমার হাত বাড়ানো পড়তি বিকেল বেলা।
তুমি আমার প্রেরণা দাতা তুমি যে অনন্য;
তোমার আদর ভালোবাসায় হয়েছি আমি ধন্য।
পিতা হল মোর জীবনের প্রথম শিক্ষাগুরু;
তার হাতটি ধরে একটু একটু এগিয়ে চলা শুরু।
এগিয়ে চলার পথে তুমি শ্রেষ্ঠ মনোবল ;
সন্তানের উন্নয়নে তুমি সদাই অবিচল।
মনের খাতার প্রতি পাতায় আঁকা তোমার ছবি;
জীবন দ্বীপের পূর্বাহ্নে তুমি কোমল রোদের রবি।
আমার কলেবরের প্রতি শিরায় তোমার রক্তবিন্দু;
তুমি অসীম দয়াবান শরতের পূর্ণেন্দু।
পুত্র তনুর কোনায় কোনায় তোমার প্রজ্জ্বলিত প্রতিপত্তি;
অমর হয়ে থাকবে দেহে হবে না বিলুপ্তি।
1 Comments
It's an excellent performance
ReplyDelete