Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

বাবা | রাজেন্দ্র কুমার মণ্ডল | কবিতা | পিতৃ দিবস

বাবা
রাজেন্দ্র কুমার মণ্ডল

মুক সমাজের যোদ্ধা তুমি,তুমিই সকল সেরা;
তুমি যদি না থাকিতে,হতাম সর্বহারা।
সূর্যের তাপে পুড়ছো তুমি,দিচ্ছো চাঁদের আলো,
নিজে তুমি আধপেটা খেয়ে,খাওয়াচ্ছ মোদের ভালো।
অধিক তাপে বিরামবিহীন দেখেছি তোমার পরিশ্রম,
তোমার ছেলে ব্যর্থ হচ্ছে, কিভাবে দেবে তারই দাম।
আমার কাব্যের সূচনা তুমি, তুমিই উপসংহার,
তুমি ছাড়া জগৎ সংসারে, অন্ধ সকল পরিবার।
বাবা তোমার গোঁফের ফাঁকে ,একটুখানি হাসি,
আমি সেটা সর্বক্ষণ দেখতে ভালোবাসি।।














Post a Comment

0 Comments

Close Menu