বাবা
দেবব্রত মজুমদার
বাবা মানে হল স্বার্থ ত্যাগ
বাবা মানে সরলতা,
বাবা হল এক ভরসার নাম
মাথার ওপরে ছাতা।
বাবা মানে হলো সকালে বেরিয়ে
হেঁটেই কাজে যাওয়া,
বাবা মানে হলো সন্তান সুখে
নিজে আধ পেটে খাওয়া।
বাবা মানে হলো পুরনো জামাটা
সেলাই করেই পড়া,
সন্তান আর স্ত্রী'র পোশাকে
ভীষণভাবেই কড়া।
বাবা মানে হলো ঢাল-তরোয়াল
মাথার উপরে ছাদ,
বাবা মানে হলো সন্তান সুখে
নিজের সুখটি বাদ।
বাবা মানে হলো স্নেহ ভালোবাসা
প্রয়োজনে শাসন করা,
বাবা মানে হলো খোলা পুস্তক
আদর্শে বড় হওয়া।
বাবা মানে হলো নিজের অসুখে
সেলফ্ মেডিসিন করা,
সন্তান বা জায়ার ক্ষেত্রে
ব্যতিব্যস্ত হওয়া।
যার বাবা আছে বৃদ্ধাশ্রমে
জেনে রাখো মনে মনে,
তুমি পিতা যবে বৃদ্ধ হবে
দেখা হবে আশ্রমে।
0 Comments