চারা রোপণ
রবীন্দ্রনাথ দাস
কচি কচি গাছ আন সবে আজ
যেথা হতে পার কিনে।
ফাঁকা জমি যত পোঁত গাছ তত
শোভা নাহি গাছ বিনে।
বায়ু ভালো হবে কত পাখি কবে
শুনে মন যাবে ভরে।
লোক ছায়া পাবে পাখি ফল খাবে
খুশী হবো তবু মরে।
কর সব ফেলে জাতি বর্ণ এলে
যেন সব তারে ত্যাজে।
দৃঢ় কর মন হবে যত ধন
লাগে যেন শুভ কাজে।
হবে হবে জয় গান কর তয়
কহ গাছ বড় হবে।
গাছ বড় হলে ভরে ফুলে ফলে
এই বর চাও সবে।
0 Comments