সম্পর্ক
ডাঃ হর্ষময় মণ্ডল
সংসারটা বড় ছিল তবুও
বাবা রোজ রিড উঠে যাওয়া এক বেলোর হারমোনিয়ামটা নিয়ে বসতেন,
তারপর লেখালেখি করতেন।
মায়ের কোন দাবি ছিল না
যা জোগাড় হয়েছে তাই রান্না করতে করতে রান্নাঘর থেকেই বাবার সাথে গলা মেলাতেন।
পাঁচ ভাইবোন এভাবেই বড় হয়েছি।
এখন সবাই প্রতিষ্ঠিত ও সংসারী হওয়া সত্বেও সবার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে,
হয়তো এটাই রক্তের টান।
##
বাবা বলতেন রক্তের সম্পর্ক ছিন্ন করা যায় না।
কিন্তু আমার ছেলেদের আর সেটা থাকলো না। সবাই কেরিয়ারিস্টিক,
অধিকাংশই সিঙ্গেল চাইল্ড।
অনুষ্ঠানেও কাজের দোহাই দিয়ে আসে না
পে.টি.এম বা গুগুল পে'তে
গিফটের টাকা পাঠিয়ে দেয় ।
সম্পর্কের বেড়াজাল ছিন থেকে ছিনতর হচ্ছে। এই আত্মকেন্দ্রিকতায় বড় কষ্ট দেয়
অবশ্য দোষী আমরাই ,আমি।
0 Comments