Ad Code

.
.
1 / 6
2 / 6
3 / 6
4 / 6
5 / 6
6 / 6

স্মৃতির সরণী | বিবেক পাল | কবিতা | পিতৃ দিবস

স্মৃতির সরণী
বিবেক পাল

হাত ধরে "---- হাঁটছি পথে কড়া দুপুর জোৎস্না রাতে"
শান্ত সজল বিকেলবেলা মেঘের ডাকে ,
হৃদয় জুড়ে বৃষ্টি নামে------

হন্যে হয়ে খুঁজছি তাকে--
শক্ত মুঠোয় ধরে রাখা সেই হাত ,
রাত দুপুরে ভরসা বুকে নিশ্চিত বাস ।

দিনশেষে বিষন্ন মন ক্লান্ত চরণ
মেঘের রাজ্য অচিনপুরে ; আছো কেমন ?
স্মৃতির আঙ্গিনা ঠিকানা আমার ।

আজ হাঁটছি আমি---
"----কড়া দুপুর জোৎস্না রাতে "
পিতা হয়ে পিতার স্মৃতি নিয়ে ।







Post a Comment

0 Comments

Close Menu