Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

বাবার হাসিতে | ইমরান খান রাজ | কবিতা | পিতৃ দিবস

বাবার হাসিতে
ইমরান খান রাজ

বাবার হাসিতে হাসে আমার দু-চোখ 
বারবার ছুটে যাই তার-ই কাছে, 
মেনে চলি তার শাসন-বারণ 
হাত রেখে হাতে, হেটে চলি তার-ই সাথে। 
বাবার কষ্টে পাই যে ব্যথা 
মেনে নিতে চায় না এ-মন, 
বাবা হলো আত্নার আপন 
যেনো নিশ্চিত অমূল্য রতন। 
থাকতে যদি কেউ দিয়ে যায় 
বাবার ঋণের দাম, 
ইহকাল আর পরকালে হবে 
সেই সন্তানের সুনাম। 





























Post a Comment

0 Comments

Close Menu