বটবৃক্ষ
সান্ত্বনা ব্যানার্জী
বটবৃক্ষ!কি বিশাল,মহান তুমি!
ঘন পল্লবে আচ্ছাদিত তোমার শীতল কোলে
আশ্রয় পায় ক্লান্ত পথিক,পায় শীতল পবিত্র বাতাস!
কতশত পাখি কর্ম ক্লান্ত দিনের শেষে
আশ্রয় নেয় তোমার শাখায়।
তোমার বিস্তৃত শাখা প্রশাখা মেলে ধরে সতেজ সবুজ পাতা
মুক্ত আকাশে তোমারই স্থম্ভ মূলে ভর করে,পরম নিশ্চিন্তে, নির্ভরতায়!
বাবার আর এক নাম বটবৃক্ষ!
1 Comments
Darun👍👍
ReplyDelete