আমাকে বাঁচতে দাও
দেবব্রত মজুমদার
হে বিজ্ঞানের বরপুষ্ট মানব জাতি,
আপন স্বার্থ চরিতার্থে তুমি নিজের মত
করে সাজিয়ে নিয়েছ এই ধরিত্রিকে।
যেখানে যেমন করে চেয়েছ
স্থাপন করেছ তোমার তথাকথিত সভ্যতা।
সমুদ্রের তলায় নির্মাণ করেছ সুরঙ্গ
পাহাড় কেটে স্থাপন করেছ বসতি,
ইন্টারনেট, দূরাভাষের দৌলতে
মহীকে নিয়েছ হাতের মুঠোয়।
তৈরি করেছ গগন চুম্বি অট্টলিকা
শীত তাপ নিয়ন্ত্রণ মেশিনে
শাসন করেছ তপ্ত আবহাওয়াকে।
নির্বিচারে উত্তোলন করেছ খনিজ সম্পদ,
গাড়ি,কারখানার বিষাক্ত ধোয়ায়
বায়ুকে করেছ দূষিত।
সাদরে আহ্বান করেছ বিশ্ব উষ্ণায়ণ
নিয়ত বিগলিত আজ মরু প্রদেশের হিমানি,
সমুদ্র তল স্পর্শ করছে বিপদ সীমা।
ধংশ করেছ একের পর এক অরণ্য
অধুনিকীকরণের নামে।
তোমার হাতেই তৈরি
আজকের বসুধার এই উষ্ণায়ণ।
আজ বদলের পালা,
প্রতিশোধের বল আজ প্রকৃতির কোর্টে।
তাপ প্রবাহ আজ দাপিয়ে বেড়াচ্ছে
সভ্যতার জঙ্গলের অলি-গলির পথ ধরে।
রুক্ষ শুষ্ক পৃথিবীর বুকে আজ
শুধুই হাহাকার, ত্রাহি ত্রাহি রব,
রক্তিম সূর্যের তপ্ত শাসনে
তুমি আজ কাতর।
কত অসহায় দেখাচ্ছে আজ তোমায়
হে বিজ্ঞানের বরপুষ্ট মানব জাতি।
যদি এখনো সাবধান না হও
ধ্বংস আজ তোমার শিয়রে,
এখনো সময় আছে শুধরাবার
ফিরিয়ে আনো অরণ্য এই পৃথিবীর বুকে,
বন্ধ করো নগরায়নের বিধ্বংসী খেলা,
মেতে ওঠো সবুজায়নের আনন্দযজ্ঞে।
প্রকৃতিকে করো শীতল আলিঙ্গনে আবদ্ধ।
তোমার নিজের স্বার্থেই
আমাকে বাঁচতে দাও।
0 Comments