উল্টোরথে, উল্টোপথে
বাসুদেব সরকার
জগন্নাথদেব আজ মাসির বাড়ি হতে
সাতদিন পর ফিরছেন উল্টোরথে,
সাথে তাঁর ভ্রাতা-ভগ্নী বলরাম ও সুভদ্রা।
ভক্তগণ রথ টেনে নিচ্ছেন জগন্নাথধামে।
রথের উপর হতে ভক্তগণের উদ্দেশ্যে
প্রসাদস্বরূপ ছুঁড়ে দেয়া হচ্ছে
কলা-বাতাসা মণ্ডা-মিঠাই ফল-ফলাদি।
ভক্তগণ হুমড়ি খেয়ে পড়ছেন, অনেকদিন পর-
জগন্নাথের প্রসাদ পেয়ে নিজেকে ধন্য করা।
সবল ভক্তগণ উল্টোরথের প্রসাদ পাচ্ছেন,
দূর্বল ভক্তগণ শুধু রথের পানে চেয়ে থাকেন।
নেতা ফিরছেন আরামের গদিঘর হতে
দীর্ঘ পাঁচবছর পর উল্টোপথে,
সাথে চ্যালা চামচা চাটুকার ক্যাডার বাহিনী
নেতাকে তারা টেনে নিয়ে যাচ্ছেন ভোটের মাঠে।
ভোটের মাঠে হাওয়ায় ছিটাচ্ছেন কালো টাকা।
ভোটাররা হুমড়ি খেয়ে হাওয়া থেকে ধরছেন
বুঝে নিচ্ছেন পাঁচ বছরের তাদের পাওনাটুকু।
সবলরা উল্টোপথে লুটেপুটে খাচ্ছেন
আর দুর্বলরা হা করে চেয়ে থাকেন।
0 Comments