রথের মেলা
রবীন্দ্রনাথ দাস
পুরীর রথে লোকের মেলা
ভক্তি রসে গানে,
জয় জগন্নাথ বলার সাথে
রথের দড়ি টানে।
পুণ্য লাভের আশায় ভক্ত
রথের দড়ি ধরে,
রথের উপর আসীন যে দেব
যাচ্ছেন মাসির ঘরে।
আষাঢ় মাসে রথের মেলা
খুশীর হাওয়া খেলে,
আনন্দেতে যাই যে ভেসে,
দোলনা মাঠে ঠেলে।
নাগরদোলায় ভারি মজা,
পাঁপড় হাতে নিয়ে,
পেটের ভিতর সুড়সুড়ি খাই
শুধু পয়সা দিয়ে।
মেলায় অনেক বেচা কেনা
কিনছে লোকে মালা,
জয় জগন্নাথ বলে সবাই
দিচ্ছেন তুলে ডালা।
রথের মেলার খুশীতে ভাই
সবাই নাহি হাসে,
দীন দরিদ্র থাকে দুখে
অভাব তাদের পাশে।
একটু যদি তাদের পাশে
এমন দিনে থাকি,
খুশীর জীবন ভরবে ঘরে
দিওনা তাদের ফাঁকি।
0 Comments