Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

রথযাত্রা | অভিজিৎ দত্ত | কবিতা | রথযাত্রা

রথযাত্রা
অভিজিৎ দত্ত

রথযাত্রায় মানুষ ব্যস্ত 
হুজুগে আর মাতামাতিতে 
ভুলে যায়,এর ভেতরের 
আসল সত্যটাকে। 

রথ হচ্ছে শরীর 
বিগ্রহ হচ্ছে মন্দির 
রশি হচ্ছে ইন্দ্রিয় 
এদেরকে রাখো যদি নিয়ন্ত্রণে
সেটাই হবে প্রকৃত ধর্ম। 

প্রকৃত ধর্মে নাই উচ্চ-নীচ 
ভেদাভেদ আর কলহ 
প্রকৃত ধর্ম মানবসেবা ও ভালোবাসায়
এটা কী বুঝে সবাই?

জগন্নাথদেবের রথযাত্রা 
কয়জনই বা বুঝি?
হিংসা আর  কলহে 
অনেকেই মাতি। 
প্রকৃত ধর্ম  সদাচার ও ভালোবাসায় 
জগন্নাথদেবের রথযাত্রা তাই বোঝায়।
এটা কবে বুঝবে সবাই?






Post a Comment

0 Comments

Close Menu