গঙ্গা স্বচ্ছ
সাকিনা খাতুন
চলছে গঙ্গা স্বচ্ছ অভিযান।
করেছি কি? নিজের গৃহস্বচ্ছের সরন।
করতে চাই প্লাস্টিক নির্মূল গঙ্গার।
করেছি কি? দূর প্লাস্টিক ব্যাবহারের সংজ্ঞা।
করেছি কি? নিজের ফেলা বিস্কুট,
কুরকুরের কাগজটি নিজের বাস্তু থেকে অপসারণ।
আমাদের মস্তবড়ো ডাস্টবিন রাস্তার দু পাশ।
আমরা নিজেরা করছি আমাদের নিষ্পাপ সুন্দর পরিবেশকে হতাশ।
কেমন করে চলবে পৃথিবী কেমন করে ভাই।
সবটা দিয়েছি মুড়ে।
আর স্বচ্ছ কিছু নাই।
কতটা গড়বো কতটা পারবো।
সবটা জানা নাই।
এসো সবাই মিলে।
তৈরি করি প্লাস্টিক হীন দুনিয়াই।
1 Comments
Nice 👍
ReplyDelete