Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

পরিবেশ বিপর্যয় রোধে | বাসুদেব সরকার

পরিবেশ বিপর্যয় রোধে
বাসুদেব সরকার

ভীষণ গরম বৃষ্টি শূন্য 
মানুষের খুব কষ্ট, 
বৈরী হাওয়ায় পরিবেশ আজ 
বিপর্যস্ত, নষ্ট! 

দিনে দিনে বাড়ছে গরম 
প্রকৃতি খুব রুষ্ট, 
গ্রীষ্ম বর্ষা শীত বসন্ত 
হয় না প্রকাশ সুষ্ঠু। 

সূর্যের তাপে জমে থাকা 
বরফগুলো গলে, 
এই পৃথিবীর নিম্নাঞ্চল 
যাচ্ছে ডুবে জলে। 

পরিবেশের বিপর্যয়ে
মানুষ তাতে দায়ী, 
মানবসৃষ্ট এই দূর্যোগে 
দুঃখ হচ্ছে স্থায়ী। 

সবাই মিলে পরিবেশ তাই 
বাসযোগ্য তো রাখবো, 
দূষণ রোধে গাছ লাগিয়ে 
সুখে বেঁচে থাকবো। 

Post a Comment

0 Comments

Close Menu