প্রকৃতির বিলাপ
মিঠুন মুখার্জী
কে জানতো আমি এত দূষণ মুক্ত হব !
কে জানত আমার সন্তানরা খোলামেলা ঘুরে বেড়াবে সর্বত্র !
কে জানতো লকডাউনের কঠোর নিয়মে মানুষকে গৃহবন্দী হতে হবে !!
কেউ জানত না, কারো জানার কথাও নয়
কালের করালগ্রাস সময়েই বোধগম্য।
কে জানত আমার সন্তানরা খোলামেলা ঘুরে বেড়াবে সর্বত্র !
কে জানতো লকডাউনের কঠোর নিয়মে মানুষকে গৃহবন্দী হতে হবে !!
কেউ জানত না, কারো জানার কথাও নয়
কালের করালগ্রাস সময়েই বোধগম্য।
আমার বুকে অত্যাচার কম হয় নি,
প্রতিনিয়ত নির্যাতিত হয়েছি অসহায় নারীর মতো
অনেক সহ্য করেছি !
অনেক বলেও তোমাদের পরিবর্তন হয়নি
সমূলে উৎপাটিত করেছ আমাকে,
আমার মৃত্যুর আগেই মৃত্যুর পথে ঠেলেছো বারংবার
তার পরিণতি,খুব কি ভালো হলো?
কেউ বলছে করোনা চীনের সৃষ্টি,কেউ বলছে আমেরিকার
কত দ্বন্দ্ব, কত কাদা ছোড়াছুড়ি,
ভেবে দেখো, করোনা সময়ের সৃষ্টি।
বিবেকের জাগরণ ঘটাতে এসেছে,
সৃষ্টির রক্ষার্থে এসেছে,
লক্ষ মানুষের রক্তে বিবেকের জাগরণ ঘটাতে চায়
পরিবর্তন আনতে চায় চিন্তনে,
বাঁচার প্রয়োজনীয়তা অনুভব করাতে চায়।
একবারও সৃষ্টির শ্রেষ্ঠ জীব ভাবে না
আমার সর্বস্ব তাদের জন্য উজাড় করে দিয়েছি,
কত যন্ত্রনা, ঝড়-বৃষ্টি সহ্য করেছি প্রতিমুহূর্তে
তবুও অক্সিজেন, ছায়া, ফুল-ফল, আশ্রয় দিতে কার্পণ্য করিনি ,
বারবার রক্ষককে ভক্ষণ করেছ জোর করে !!
অনেক সাবধানতা সত্ত্বেও জেগে ঘুমিয়েছো
তার পরিণতি, খুব কি ভালো হলো?
কালের নিয়মে দুর্দিন একদিন চলে যাবে
শুধু মানুষের বিবেক ও শুভবুদ্ধির উদয় হোক,
আমার প্রতি অত্যাচার নয়, স্বহৃদয় দৃষ্টি পড়ুক
স্বার্থসিদ্ধিতে না মেতে, জ্ঞানের প্রদীপ জ্বলুক।
0 Comments